বাগেরহাটের ‘চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুকুরের দখলে’ শিরোনামে একটি ফেসবুক পোস্ট ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড কুকুরের অভয় বিচরণ স্থানে পরিণত। সেখানে রোগীরা চিকিৎসাধীন থাকা অবস্থায় অবাধে অসংখ্য কুকুর ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে ভিডিওটি ছেড়েছেন উপজেলা সদরের বাসিন্দা জয়নুল পারভেজ সুমন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগে তোলপাড় ও উপজেলার সর্বত্র সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার ওই ভিডিও সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন সাংবাদিকদের বলেন,‘ রাত আট-নয়টার দিকে চিতলমারী বাজারের মৃত: জেহাদ শেখের ছেলে সুমন উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিওটি তৈরী করে ফেসবুকে ছেড়েছে। হাসপাতাল সড়কে সুমনদের ডায়গনস্টিক সেন্টার আছে। হাসপাতালের পক্ষ হতে বেসরকারী ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এটা টের পেয়ে সুমন ওই ঘটনা ঘটায়।’
জয়নুল পারভেজ সুমন বলেন, ‘রোগী দেখতে গিয়ে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। নৈতিক দায়িত্ববোধ থেকে আমি হাসপাতালের চিত্র ধারণ করে ফেসবুকে ছেড়েছি। অসুস্থ মানুষেরা চিকিৎসা নিতে এসে কোন পরিবেশে থাকে এটা সবার জানা উচিত। চিতলমারী উপজেলার লক্ষাধিক মানুষের জন্য চিকিৎসার ভরসাস্থল একমাত্র সরকারি হাসপাতালে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যাবো কোথায়?’
তিনি আরও বলেন, তার কোন ডায়গনস্টিক সেন্টার নেই। ওই ডাক্তার অপকৌশল ব্যবহার করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নুল পারভেজ সুমনের ফেসবুক আইডি হতে গত ১৮ ফেব্রুয়ারি রাত ১০টায় ভিডিওটি ছাড়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ভিডিওটি ১০০০ টি শেয়ার এবং ২৫ হাজারের অধিক ভিউ হয়েছে।