রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ৫ দিন ব্যাপি বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২০ উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
গত শুক্রবার বিকেল চারটায় সময় কেশরহাট ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, প্যানেল মেয়র রুস্তম আলী, মোহনপুর থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোরসেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেশরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক হেনা। বইমেলা উদ্বোধন শেষে সংসদ সদস্য অতিথিদের মেলার স্টল পরিদর্শন করেন।