বাসাবো ডিভিশনের অধিনে স্বপ্ন বিল্ডিংÑএ অভিযান চালিয়ে দীর্ঘদিনের স্বপ্ন সাড়ে তিন ঘন্টায় ভেঙ্গে দিল ডিপিডিসির টাস্কফোর্স। অবৈধ বিদ্যুত সংযোগ কেটে দিয়ে সরকারের অর্থ আত্মসাৎ করার সুযোগ থেকে বঞ্চিত হল স্বপ্ন ভবনের সংশ্লিষ্টরা। বিদ্যুতের অবৈধ সংযোগের প্রমান পাওয়ায় ওই ভবনের ওয়ান ব্যাংকসহ বেশ কয়েকটি দোকানের বাইপাস সংযোগ কেটে দেয়া হয়। গত বুধবার ডিপিডিসির সাব-ইস্টেন্ট ইঞ্জিনিয়ার আশিক মনোয়ারের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স গত বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে দীর্ঘদিনের স্বপ্ন বিল্ডিং এর আংশিক বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। টাস্কফোর্স দলের প্রধান আশিক জানান, ওই ভবনের কিছু অফিস দোকানে বাইপাস এলটিসি অবৈধ সংযোগ ব্যবহারের সত্যতা মিলায় তা বিছিন্ন করা হয়েছে। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ অপারেশন চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক লাইন কেটে দেয়া হয়। তবে তাদের বিরুদ্ধে ডিপিডিসির বিধি অনুযায়ী তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়া হয়নি। কারণ জানতে চাইলে টিমের প্রধান আশিক বলেন, কতদিন যাবত বাইপাস বিদ্যুত সংযোগ সুবিধা গ্রহন বা ব্যবহার করছেন তা অভিযান পরিচালনার সময় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে বেড়িয়ে আসবে সঠিক তথ্য। তবে অভিযোগ পাওযা গেছে দোকানিরা বাইপাস এলটিসি সংযোগ ব্যবহার সুবিধা গ্রহন করায় মুগদা ডিভিশনের সাবেক এসডি অরুন কুমার পরে অভিজিত দেওয়ান আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বপ্ন ভবনের দোকানিরা অভিযোগ করেছেন। তবে জানা গেছে সংযোগ বিছিন্ন করা হলেও ঘুষ গ্রহনকারী ডিপিডিসির ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবৈধ সংযোগ প্রদানকারী এবং গ্রহনকারীর বিরুদ্ধে কেন ব্যকস্থা নেয়া হলো না জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রশাসন) জয়ন্ত কুমার সিকদার বলেন, অনৈতিক লেনদেনের বিষয়ে কোন অভিযোগ আসেনি। তদন্তের সময় অর্ভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে অভিযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।