রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যায় ভেঙ্গে যাওয়া বিদ্যালয়টি অন্যাত্রে স্থানান্তর করা হলের শহীদ মিনার নির্মান করা হয়নি। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে এ দিবসটি পালন করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে একত্র হয়ে বেঞ্চ দিয়ে তৈরী শহীদ মিনার তৈরী করে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহরাব হোসেন জানায়, বেশ কিছু দিন থেকে শহীদ মিনার নির্মানের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন করে আসছিলাম। কিন্তু প্রধান শিক্ষক শহীদ মিনার বানিয়ে দিতে পারেনি। ফলে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। এই শহীদ মিনারে শুধু আমরাই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়নি। চরের সাধারণ মানুষও এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এমনকি চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এখানে এসে শহীদদের স্বরনে ফুল দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা আমার কাছে বারবার শহীদ মিনার বানিয়ে দেয়ার জন্য আবেদন করেছে। কিন্তু বিদ্যালয়ে অর্থ না থাকায় শহীদ মিনার বানিয়ে দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শুধু চকরাজাপুর স্কুলে না এই স্কুলের মতো আরো অনেক স্কুলে শহীদ মিনার নেই। তবে পর্যায় ক্রমে প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মান করা হবে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম বলেন, এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পদ্মার চরের অধিকাংশ মানুষ এখানে এসে শহীদ মিনারে পু®পমাল্য অর্পণ করেন। এ ছাড়া চরের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি, জাসদ রাজনৈতিকদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন, এনজিও কর্মকর্তা পৃথকভাবে পু®পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।