কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সেন্টার মোড়ে শুক্রবার সকালে চলন্ত ট্রলি গাড়ীর সাথে মটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ হ্যান্ডবল দলের জাতীয় খেলোয়ার গোলকিপার সোহানুর রহমান (২০) মটর আরোহী রিদয় (২২) কে আশংখ্য জনক অবস্থায় এলাকাবাসী হোসেনাবাদ ক্যাম্প পুলিশের সহায় প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাদের অবস্থার অবনতির দেখে দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শুক্রবার বিকেল ২জনেরই মৃত্যু ঘটে। দৌলতপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনা স্থলে পরিদর্শন করেছেন। পুলিশ ইঞ্জিন চালিত ঘাতক ট্রলির চালক কে আটক করতে পারেনী। চলক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানা মামলা দায়ের করা হয়েছে।