এলাকার গরীব মেয়েদের বিয়ে, অসহায়দের বিদেশ যাত্রা, চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া, কিংবা দেশে চাকুরীতে যোগদানের সময় সর্বাত্মক সহযোগিতা করেন। আবার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনেও আর্থিক অনুদান দেন গোপনে। কিন্তু প্রচার বিমুখ। নিরবেই এসব কাজ করছেন। অন্যদিকে মানুষের সাথে ব্যবহারেও অহংকার নেই। নিজ দলীয় নেতা-কর্মীদের ভালবাসেন। মানুষের কল্যাণে ভাল কাজ করতে চান নিয়মিত। শত ব্যস্ত থাকার পরেও সময় দেন মানুষের যে কোনো বিপদে- আপদে। মানুষের বিপদে ছুটে যাওয়া যেন তাঁর এক ধরণের নেশা। আর এমন ধরণের সবার কাছে জনপ্রিয় ব্যক্তিটি হচ্ছেন হাকীম মোহাম্মদ শহীদুল্লাহ।
যিনি নোয়াখালীর বসুরহাটে জাতীয় পার্টির একজন ত্যাগী, স্বচ্ছ এবং পরীক্ষিত নেতা হিসেবেই অনেকের কাছে খুব পরিচিত। তিনি বসুরহাটের ইউনান ল্যাবরেটরীর স্বত্ত্বাধিকারী। তিনি ইউনান চিকিৎসা বিজ্ঞানী হিসেবেও গোটা নোয়াখালীর রোগীদের কাছে খুবেই পরিচিত। হাকীম শহীদুল্লাহর ৯জন সন্তানই উচ্চতর লেখাপড়া করে সমাজ আলোকিত করেছেন। খ্যাতিমান চিকিৎসক এই শহীদুল্লাহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত। মিষ্টি ভাষার অধিকারী তিনি। রাজনীতির অর্থ মানুষকে ভালবাসা-এটার উদাহরণও বসুরহাটে তিনিই সৃষ্টি করেছেন। কারণ; তাঁর মধ্যে লোভ-হিংসা নেই। আছে অবহেলিত মানুষের জন্য সময় উপযোগি যথার্থ ভালবাসা। পিতার আদর্শ লালন করেন তিনি। তাঁর স্ত্রীও তাঁকে নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত করেন।
কোম্পানীগঞ্জ তথা বসুরহাটের সাধারণ মানুষের কাছে অতি প্রিয় এই হাকীম শহীদুল্লাহ গত তিন যুগ ধরে সামাজিক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু নিজকে প্রচার থেকে বিরত রেখেছেন। ফলে তিনি স্বীকৃতি স্বরূপ বেশকিছু সম্মাননা পদকও পেয়েছেন। এলাকা ভিত্তিক মানুষকে সহযোগিতা করেন তিনি। উপজেলার গ্রামে-গঞ্জে তাঁর পদচারণা মানুষকে সেবামূলক কাজে প্রেরণা জোগায়। তিনি জীবনে কারও ক্ষতি করেননি। বরং মানুষকে ভালবেসে নিজের ইউনান ব্যবসার কষ্টের টাকা ব্যয় করেন গরীব মানুষের জন্য। ইতিপূর্বে মাদক, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে তিনি বহু কাজ করছেন। এজন্য তাঁর সুখ্যাতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বসুরহাটের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং নোয়াখালী জেলা নেতৃবৃন্দের সাথে হাকীম শহীদুল্লাহর সু-সম্পর্ক রয়েছে। তিনি বর্তমানে ইউনান ল্যাবরেটরীকে আরো আধুনিক এবং ব্যাপকভাবে চালু করার জন্য কাজ করছেন। আশাকরা যাচ্ছে তাঁর ল্যাবরেটরীর ওষুধ কয়েকমাস পর দেশের নানা জায়গায় বাজারজাত করা যাবে। তাঁর ইউনান ল্যাবরেটরীতে উৎপাদিত ওষুধ খুবেই উন্নত মানের। যা সেবন করে বহু মানুষ জটিল এবং কঠিন রোগ থেকে ভাল হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। নিজের সততা, কঠোর পরিশ্রম এবং মনোবল থাকলে যে কোন বাধাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়; এমনটাই বিশ্বাস করেন তিনি। শুধুমাত্র মানুষকে ভালবেসে আরো এগিয়ে যেতে চান তিনি।
হাকীম শহীদুল্লাহর মতে, পরের দুঃখ নিয়ে যারা চিন্তা করেন; তখন তাদের নিজেদের দুঃখ বলে কিছুই থাকেনা। তিনি অতীতে সাধারণ মানুষের যেভাবে পাশে ছিলেন, সামনেও থাকবেন। গতরাতে শীর্ষস্থানীয় অনলাইন সংবাদ সংস্থা এফএনএসকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, যারা সন্ত্রাস এবং দুর্নীতি করে তারা কখনো জনগণের বন্ধু হতে পারেনা। ক্ষণস্থায়ী দুনিয়ায় সম্পদ আর ক্ষমতার লোভ না করে মানুষের কল্যাণেই কাজ করা উচিত। তাহলে মহান আল্লাহপাক দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করবেন। আমি মানুষের কল্যাণে আরো বেশি ভাল কাজ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।