মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের, সৈয়দপুর কান্তা নামক এলাকায় প্রতিবছরই ঘটছে ডাকাতির ঘটনা। প্রতিনিয়ত এই সড়কে জনসাধারণ ও গাড়ি চালকরা আতংকে চলাফেরা করছে। বিশেষ করে রাতে গাড়ি চালকরা ডাকাতের ভয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছে এই রুটে। সর্বশেষ গতবৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সৈয়দপুর কান্তা নামক স্থানে ১০/১৫ জনের ডাকাতদল রাস্তায় বেরিকেড দিয়ে ৩ টি সিএনজি, ১ টি প্রাইভেট কার, ৫ টি মোটর সাইকেল, ২ টি অটোরিকসার যাত্রী ও চালকদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১৫ টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতির সময় সিএনজির যাত্রী রাজানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. হোসেন আলী খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ১০/১৫ জনের ডাকাত দল মুখোশ পড়ে ওদের সবার হাতে থাকা রামদা’র ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এ সময় তার নিকট থেকে ৫২ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। প্রায় ঘন্টা খানেকের মত ওরা তাদের জিম্মি করে রেখে ডাকাতি করে। সে আরো জানায় তার টাকা ও মোবাইলসহ সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১৫ টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতরা।
কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের সিএনজি চালক মো. সাইদুল ইসলাম জানান, ‘আমরা এই সড়কেই গাড়ী চালাই রাতে টহল দেওয়ার জন্য পুলিশকে একটি করে সিএনজি দেই কিন্তু পুলিশ সিএনজি নিয়ে আমাদের এখানে টহল না দিয়ে অন্য জায়গায় টহল দেয়। প্রায়ই এই রুটে ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশের টহল জোরদার হলে আমরা শান্তিতে গাড়ী চালাতে পারব।
রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী জানান, এখানে বৃট্রিশ আমল থেকেই ডাকাতির ঘটনা ঘটছে। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সৈয়দপুর-কুচিয়ামোড়া সড়কে ডাকাতি ১১ টি সোলার স্টিক লাইটও দিয়েছি, যাতে ডাকাতি না হয়, তারপরও ডাকাতি বন্ধ হচ্ছে না। আমি রাতে এই রাস্তায় চলাফেরা করলে নিজেও আতংকের মধ্যে থাকি।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম সবুজ জানান, গত ১ বছর এখানে ডাকাতি বন্ধ ছিল, কিন্তু বৃহস্পতিবার রাতে আকর্ষিক ভাবে ডাকাতির ঘটনাটা ঘটে। ঘটনাস্থলের কাছাকাছি আমাদের পুলিশ টহলও ছিল। এখনও কেউ কোন অভিযোগ করেনি।