১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা অধিকার প্রতিষ্ঠায় শাসকের বুলেটের সামনে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন জাতির বীর-সন্তানরা। এই গর্বের একুশকে তাই ভোলেনি বাঙ্গালি। ভাই হারানো বুকে ব্যাথা কি সহজে ভোলা যায়। তাই প্রতি বছরের মতো এবারও জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কালাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ-এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনসহ এলাকার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিএনপি, জাপা-(এ) ও জেপি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ-এর নেতৃত্বে কালাই-বগুড়া মহাসড়কে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আওয়ামীলীগ ও জেপি’র নেতা-কর্মীরা ছাড়াও উপজেলা প্রশাসনসহ এলাকার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, কোমলমতি শিশুরা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরীর শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ-এর সভাপতিত্বে শহীদদের নিয়ে কালাই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনার্থ দাস, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তে এলাকার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।