রাজশাহীর মোহনপুরে মাতাল অবস্থায় দুই জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার আসামিদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার সন্ধার পর উপজেলার কেশরহাটে দিনান্ত সিনেমা হলে কাছে চোলাইমদ পান করে মাতলামী করছিল দুই মাদকসেবী। ওই সময় সংবাদ পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে মিরাজ সরদার (৩৫) ও কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম রেজা (২০)।