চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে গতকাল শুক্রবার দিনব্যাপী ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এড,বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্্রাস্টের ব্যব্স্থাপনায় জিয়াউদ্দিন আদিল ও সালমা আদিল চক্ষু সেবা আয়োজন করেন। শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তার কর্তৃক চক্ষু পরীক্ষা ,ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের করা হয়। চট্টগ্রাম-১৪আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ,ইউপি চেয়ারম্যান আমির আহমদ চৌধুরী রোকনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন।