মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদমিনারে হাজারও মানুষের ঢল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত বারটা বাজার সাথে সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পরেই শহীদ মিনারের বেদিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি ও বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন পুস্পমাল্য অর্পন করা হয়। এর পরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুস্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।
এসময় বাগেরহাট জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, প্রেসক্লাব সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার,জেলা বিএনপি ও বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।#
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, শ্রমিক লীগ, ওয়ারকারস্ পার্টির পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগর মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ ছাড়াও এসএম কলেজ, উপজেলা স্কাউটস, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠান ও এনজিওর পক্ষ হতেও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।