রাজশাহীর বাঘায় পৃথকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আ.লীগ, বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠন, উপজেলা পরিষদের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাঘা থানার পুলিশ প্রশাসন, বাঘা প্রেস ক্লাব, বাঘা ও আড়ানী পৌর মেয়র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিয়ে সেখানে এক মিনিট শহীদদের প্রতি নীরবতা পালন করা হয়।
এদিকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা চত্বরের শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডর আবদুল খালেক প্রমুখ।
এ দিকে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় ও বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজ পৃথকভাবে দিবসটি পালন করেন।এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঘা ও আড়ানী কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মুন্সি আলাউদ্দিনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মরহুম মুন্সি আলাউদ্দিন ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারী রাত ১২টায় আড়ানী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে আসলে হার্ডস্টোকে আক্তান্ত হয়ে মৃত্যু হয়।