ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে সোনালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের আয়োজনে সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে একটি প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ব্যাংকের কর্মকর্তারা। এর পর ব্যাংক এর হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস ফরিদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর হাসান মো. জাহিদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন লিন্টু, মো. হাবিবুর রহমান, মো. জাকির হোরেসন, বক্তার হোসেন খান, মো. মাহফুজুর রহমান মবিন, মো. নাজমুল হাসান প্রমুখ।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, ভাষার গান, সুন্দর হাতের লেখা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন।