রাজশাহীর মোহনপুরে যৌতুক মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার আকুবাড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) বিরুদ্ধে যৌতুক মামলায় আদালত হতে দুই বছর বিনাশ্রমে সাজার রায় হয়। মামলার রায়ের পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। ওই সময় আসামি পলাতক ছিল। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এএসআই সুকদেব চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান নিজ বাড়ি থেকে আসামি গ্রেপ্তার করে।