জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এক সপ্তাহ আগে তিনি নিজ বাড়ি উপজেলার গাওপাড়া গ্রামে ডাইরিয়া, জ্বর সর্দি, ডায়াবেটিক রোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে বাঘা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা শাখার পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনা করা হয়েছে।