যারা জীবনকে তুচ্ছ মনে করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা এনে দিয়েছে ৭১ সালের সেই শহীদদের স্বরণে লেখা ‘অস্তিত্বের নির্যাস’এবারের মেলায় তরুন লেখক রফি আহমদের লেখা প্রকাশিত কবিতার বইটি বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে।
সেলিম আকতার খানের আঁকা প্রচ্ছদে ৬টি কবিতা সম্বলিত এ বইয়ের মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।
লেখক রফি আহমদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে স্নাত্তকোত্তর সম্পন্ন করে। ১৯৭৭ সালের ২ জানুয়ারী রাজশাহীর কাটাখালীর শ্যামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। মর্তমানে তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী ও তিন ছেলে রয়েছে।
তরুন লেখ রফি আহমদ বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা, তিনি বুকের রক্তসহ সমগ্র জীবনের প্রতিটি ধাপ শৈশব, কৈশর, যৌবন এই স্বাধীন দেশের জন্য বিলিয়ে দিয়েছেন, সেই মহান নায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুকে ধারন করে বইটি প্রকাশ করেছি। যে মানুষ এই বাংলার বুকে জন্ম না নিলে হইতো বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান পেতো না। তাঁর জীবনাদর্শনকে লালন করে এবং তাঁর চিন্তা চেতনাকে অনুপেরণা হিসেবে সৃষ্টির মূল ধরে বইটি লিখেছি। জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মনের আবেগ দিয়ে বইটি লেখার চেষ্টা করেছি।