নওগাঁয় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার আনন্দ র্যালি করেছে নিয়ামতপুরের সর্বস্থরের জনগণ। এ সময় আনন্দ র্যালিতে অংশগ্রহনকারীরা সরকারের বিভিন্ন উন্নয়নের স্লোগান দিতে থাকে এবং র্যালী শেষে মিষ্টি বিতরণ করা হয়।
জানা যায়, নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই তথ্য জানার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা চেয়ারম্যান ফরিদ আাম্মেদ ও নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার নেতৃত্বে র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদের গেট হতে শুরু হয়ে তা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উন্মুক্ত মঞ্চে এসে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। উপজেলা প্রশাসন এ আলোচনা সভায় আয়োজন করে।
ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
এর পূর্বে বুধবার সন্ধায় প্রস্তাব অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদের নেতৃত্বে নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত অভিপ্রায় অনুযায়ী তা নওগাঁয় স্থাপনের জন্য আবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।