বগুড়ায় কোচিং সেন্টার থেকে আটক ৯ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের রেটিনা কোচিং সেন্টার থেকে আটক ওই ৯ জনের বিরুদ্ধে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ এনেছে পুলিশ।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি জিহাদি বই ও বেশ কিছু সরকার বিরোধী লিফলেট উদ্ধার করেচেন তারা।
মামলায় গ্রেফতারকৃতরা হলেন- ইসলামি ছাত্র শিবির শহর শাখার সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিক ,বগুড়া সরকারি আজিজুল কলেজ শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল হাই সিদ্দিক, ফোকাস কোচিং সেন্টারের দপ্তর সম্পাদক ইউনুছ, শিবিরের সাথী দেলোয়ার হোসেন সাঈদী, এনামুল হক, তৌহিদুল ইসলাম, আল আমিন, আবদুর রহমান ও।
পুলিশ বলছে, গত বুধবার বুধবার সন্ধ্যার পর রেটিনা কোচিং সেন্টারে গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেফতারকৃত ৯ জন সহ আরো বেশ কযেকজন নেতা কর্মী। এ সময় সরকার বিরোধী প্রচারণামূলক লিফলেট জনগণের মাঝে বিতরণের প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা। যে, কারণে গ্রেফতারকৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।