মোল্লাহাটে সংখ্যালঘু পরিবারকে দেশ ত্যাগে বাধ্য করে জমি দখল, নিরীহ মানুষের বাড়ি-ঘর লুট ও উপর্যুপরি মিথ্যা মামলায় হয়রানীসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির নায়ক মোঃ রফিকুল ইসলামের কবল থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় দত্তডাঙ্গা সড়কে ওই এলাকার ভূক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ মানুষ ব্যানার ও প্লাকার্ডসহকারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে। এ সময় ভূক্তভোগী পরিচয়ে ইলিয়াস মোল্লা, উন্নতি ওঁঝা, বাশার মোল্লা, ফরিদা বেগম, রানা বেগম, ইমন মোল্লা, নজরুল ইসলাম ও আবদুল মজিদসহ অনেকে বলেন-দত্তডাঙ্গা গ্রামের মোঃ রফিক মোল্লার সীমাহীন অত্যাচার জুলুমে হিন্দু অধ্যুষিত ওই এলাকার অন্তত ১৫টি পরিবার দেশ ছেড়ে গেছে। এদের মাঝে আছেন, কালিপদ গাইন, দেবদুলাল গাইন, বিকাশ বিশ্বাস, ভক্তিশুধা বিশ্বাস, সুভাস সমাদ্দার, যজ্ঞেশ্বর গাইন, মতুর ওঁঝা, সমীর ওঝা, দিগন্ত ওঝা ও ধরনী ডাক্তারসহ অনেকে। মোঃ রফিক মোল্লার এহেন আচারনের প্রতিকার করার সাহস এলাকার কেউ রাখেনা। কারণ তার আছে অঢেল টাকা, সে টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে রূপ দেয়। যাকে খুশি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করেন। রফিক ওই এলাকার বিভিন্ন মানুষের নামে অন্তত ১৫/২০টি মামলা করেছে। ওই সকল হয়রানীমূলক মামলায় অনেক গুলো পরিবার নিস্ব হয়েছে। কারো কারো বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, আবার লুটপাট করেছে। এহেন জঘণ্য কর্মকা-ে অতীষ্ট হয়ে মোঃ রফিক মোল্লার কবল থেকে মুক্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামানায় এ মানববন্ধন করে এলকাবাসী।
এ বিষয়ে মোল্লাহাট থানা ওসি- কাজী গোলাম কবির বলেন, কয়েকদিন হলো যারা রফিক মোল্লাকে মারপিট করেছে তারাই আজ মানববন্ধন করেছে।