নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার পথ দরে বাল্য বিবাহ প্রতিরোধে রংপুরের নারীদের সচেতনতা বাড়িয়ে বাল্য বিবাহ রোধ করতে হবে। কুসংস্কার দূর করে শিক্ষার অর্জন ও কর্মসংস্থান সৃষ্ঠির মাধ্যমে আত্বনির্ভরশীল হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমাজের সকল নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্য বিয়ের অভিশাপ দূর করতে হবে।
দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্য বিয়ে রোধ বিষয়ক সেমিনারে সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী এসব কথা বলেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজুলি বেগমের সভাপতিত্বে সেমিনারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো ঃ আবদুল ওয়াহেদ,কমিল্লা এইড এর প্রকল্প সমন্বয়কারি হাফিজুর রহমান,নারী নেত্রী শমসেআরা বিলকিস ও কমিল্লা এইড এর পিল্ড কর্মকর্তা নাজমা বেগম বক্তব্য রাখেন।