গাইবান্ধার গোবিন্দগঞ্জের তেঘড়া আলহাজ¦ আহম্মদ আলী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতি কমিটির সিদ্ধান্ত ছাড়াই অবৈধভাবে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম ও ম্যানেজিংকমিটির সভাপতি রুহুল আমিন যোগসাজস করিয়া অন্যায় ভাবে আর্থিক সুবিধা গ্রহনের উদ্দেশ্যে ম্যানেজিং কমিটির অন্য সদস্যদের না জানিয়ে এবং কোন সভা অথবা লেজুলেশন ছাড়াই সুপার ও সভাপতি গোপনে নিয়োগ বাণিজ্য করার নিমিত্তে গত ১২-০২-২০২০ ইং তারিখে পত্রিকায় সৃষ্ট পদে নিয়োগ আহবান করেন। যাহা বে-আইনী ও অনিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ দেওয়ায় অন্য সদস্য সহ অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যরা অবিলম্বে প্রকাশিত নিয়োগ প্রক্রিয়া বাতিল বাতিল পূর্বক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার দাবী জানিয়েছেন।