গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুবনের চালা গ্রাম সহ বিভিন্ন স্থানে সম্প্রতি গরু চুরির হিড়িক পড়েছে। হালের বলদ চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
গত মঙ্গলবার শেষ রাতে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ভুবনের চালা গ্রামে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ভুবনের চালা গ্রামের সাহেব আলীর পুত্র মোহাম্মদ আলী মাষ্টারের ১ লাখ টাকা মূল্যের একটি বিদেশি জাতের গাভী গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। একই রাতে একই গ্রামের সুবেদ আলীর পুত্র নুরুল ইসলাম নামের এক কৃষকের একটি উন্নত জাতের গাভী ও ষাঁড় বাছুর ও চুরি হয়। সে রাতে একই গ্রামের জালাল উদ্দীনের গোয়াল ঘরে চোর হানা দিলে লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া করলে চোর গরু ফেলে পালিয়ে যায়।
তাছাড়া কিছু দিন আগে ভুবনের চালা গ্রামের কৃষক অলিউল্লাহর ৩ টি গরু, রবিউল্লাহর ২ টি এবং চাঁন মিয়া নামের এক দরিদ্র কৃষকের ১ টি গরু চুরি হয়ে যায়। বর্তমানে গরু চুরির ভয়ে গ্রামের কৃষক রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন।