বুধবার রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কর্মসুচির আলোকে বগুড়ার আদমদীঘি থিয়েটার এর আয়োজনে তিন দিন ব্যাপী “দুই বাংলার নাট্য উৎসব-২০২০” উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গ্রুপ এমডি মনোয়ার হোসেন। মুজিব বর্ষ পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা করা হয়। এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। উদ্বোধনী দিনে পরিবেশন করা হয় আদমদীঘি গ্রাম থিয়েটারের নাটক “অতঃপর সখিনা”। নাটকটি দেখে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক। বৃহস্পতিবার একই সময় পরিবেশিত হয় আহির বাংলা, নাটক ও নাট্যতত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালাগান “খোয়াব জানের পালা”। এদিন আদমদীঘি থিয়েটারের সহ-সভাপতি মিজানুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্টিতব্য আলোচনার সভার প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড.আফসার আহম্মেদ। বিশেষ অতিথি তৌফিক হাসান ময়না-সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া, আব্দুল হান্নান-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। শুক্রবার একই মঞ্চে ও সময়ে পরিবেশিত হবে নাটক “সেকেন্ড ওপিনিয়ন”। পরিবেশন করবেন বৃত্তান্ত, যাদবপুর, পশ্চিমবঙ্গ, ভারত। এদিনের আলোচনা সভার সভাপতি, আদমদীঘি থিয়েটারের সহ-সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বিন রশিদ, জেলা পরিষদ সদস্য মঞ্জুয়ারা বেগম।