নওগাঁর সাপাহারে কমিনিউটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার, ডাস্টবিন ও আবর্জনা পরিবহনের জন্য অটোভ্যান বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন প্রমূখ।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে এল.জি.এস.পি.-৩ এর আওতায় তিনটি কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার এবং হাট-বাজার খাতের ১০০টি ডাস্টবিন ও ২টি আবর্জনা পরিবহনের অটো চার্জার ভ্যান বিতরণ করেন।