নেত্রকোনার কলমাকান্দায় কারিতাস কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশান এর আর্থিক সহায়তায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলে বাস্তবায়িত প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার ও প্রসারে প্রকল্পের উদ্যোগে কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলায় কৃষিজ ক্ষুদ্র খামার উন্নয়ন ও বসত ভিটায় শাক-সবজি চাষের জন্য ৩৪ জন সুবিধা বঞ্চিত আধিবাসী চাষীকে ২ লক্ষ ৭২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানসহ ৪ জন আদিবাসীকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রদীপ এমএফজে প্রকল্পের আওতায় ৩৮ জন আদিবাসীকে খামার উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসায় ২ লক্ষ ৯৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুবন মোহন চাম্বুগং। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী শশাঙ্ক রিছিল, কমসূচী কর্মকর্তা রুজি রাংসা ও ফিল্ড সুপারভাইজার মিষ্টার মানখিন।