ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদারের কাব্যগ্রন্থ ’বাস্তবতার বেড়াজালে’ র সৌজন্য সংখ্যা উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জীব দাশকে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রীনা রানী মজুমদার কাব্য গ্রন্থটির সৌজন্য সংখ্যা হস্তান্তর করেন।
কাব্য গ্রন্ত হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো: আবদুল হাই, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি দৈনিক জাগরণ’র খুলনা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহ, সাথারন সম্পাদক দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি আবদুল লতিফ মোড়ল, আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়াদ্দার প্রমূখ।
গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর একুশে বই মেলায় কবি রীনা রাণী মজুমদার রচিত কাব্যগ্রন্ত বাস্তবতার বেড়াজালের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন খাদ্য মন্ত্রী সাধন মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব নাজমুন আরা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। কাব্য গস্খন্তটিতে ৫০টি কবিতা রয়েছে। এটি মহাকাল প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে।