বাগেরহাট জেলার ফকিরহাটের মুলঘর ইউনিয়নের ফলতিতা বানিয়াখালি ৭ নং ওয়ার্ডের চিরে কোঠার খালটি সম্প্রতি খনন করা হলেও খালের মধ্যে রয়ে গেছে অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানান ওই খালের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি দোকান ঘর অবৈধভাবে থাকা সত্ত্বেও সেটিকে না ভেঙ্গে কতৃপক্ষ দায়সারা ভাবে নিজেদের খেয়াল-খুশীর মত খাল খনন সম্পন্ন করেছে।
স্থানীয়রা এ বিষয়ে মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান হিটলার গোলদারকে জানালে তিনি খাল খনন কর্তৃপক্ষদের অবহিত করেন। এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।