পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ মোঃ আবু বক্কার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ,অধ্যক্ষ মাহমুদুল আলম,ভিপি সেলিম রেজা,সিদ্দিকুর রহমান বিশ^াস,রবিউল করিম তারেক। কর্মীসভায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে রেজাউল ফকির,শাহিদুল ইসলাম,আবুল কালাম,মজনুর রহমান মাস্টার,শমসের আলী,আজির উদ্দিন,মুঞ্জিল প্রাং,মোজাহার মেম্বার,আঃ ছাত্তার,জহের আলী,জয়নাল হোসেন,রোস্তম সরকার,খলিল মোল্লা,রশিদ মোল্লা,সলোক সরকার,সানোয়ার হোসেন,ফজলুল হক মাস্টার,মোহাম্মদ মেম্বার,রফি,নজরুল,নুরুল ইসলাম,আঃ আলিম,ফারুক হোসেন,ফজের আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।