বৃহস্পতিবার সকালে রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের জনৈক শুকুর আলীর পুকুর থেকে ধনা গাজী (৭৮) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি ছিলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত ভদ্র গাজীর ছেলে। মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়া ধনা গাজী আগেও একাধিকবার নিখোঁজ হয়েছিলেন বলে তার পরিবারে দাবি।
নিহতের ভাইপো আবদুল আলিম জানায় তার চাচা গত কয়েক বছর ধরে মানসিক ভারাসাম্যহীন অবস্থায় ছিলেন। বুধবার রাত ১২ টার পর কোন একসময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ির পাশর্^বর্তী এলাকাসমুহে খোঁজাভুজি করেও চাচাকে পাওয়া যায়নি। একপর্যায়ে সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পাশর্^বর্তী রমজাননগর ইউনিয়নের পরিষদের পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।