আড়াই লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার। এ লক্ষ্যে তিন হাজার ৬৭১ কোটি টাকার ব্যয় বাড়িয়ে চলমান আশ্রয়ন-২ প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ‘জমি আছে ঘর নাই’ তার জন্য ঘর নির্মাণের কর্মসূচি নিয়েছে সরকার। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। এই প্রকল্পের প্রস্তাবিত ছক অনুযায়ী বৈধ জমির উপর ঘর নির্মানের নির্দেশনা আছে। কিন্তু এই নির্দেশনা মানা হচ্ছে না বাগেরহাটের চিতলমারী উপজেলায়। চিতলমারীতে যার নামে ঘর বরাদ্দ হয়েছে তার জায়গায় ঘর নির্মাণ না করে অপরের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগ পাওয়া গেছে, একটি অসাধু চক্র বড়বাড়িয়া ইউনিয়নের খাগড়াবুনিয়া গ্রামে পরের জমিতে এ প্রকল্পের গৃহ নির্মানের সুযোগ দিয়ে ওই গৃহে বসবাস করিয়ে দেয়ার পায়তারা চালাচ্ছে।
এ ব্যাপারে উপজেলার খাগড়াবুনিয়া গ্রামের মৃত: নজির শিকদারের ছেলে মো: ফায়েক শিকদার তার দলিলকৃত জমিতে বেআইনীভাবে সরকারী প্রকল্পর-২ এর ঘর নির্মানের বিপক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালত বাগেরহাট এর আদালতে একই গ্রামের মৃত:নজির শিকদারের ছেলে নিয়ামত শিকদার (৫০), নিয়ামত শিকদারের স্ত্রী সবেদা বেগম (৩৮) কে আসামি করে (মিস-৭২/২০১৯) ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন।
গত ২৭ জুন ২০১৯ এ সংক্রান্তে বাগেরহাটের এডিসি জেনারেল বরাবর অভিযোগ সহ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারকে ২৩ এপ্রিল ২০১৯ তারিখ আরো একটি দরখাস্ত প্রদান করা হলে একই দিনে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃমাসুদ সরদারকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এতদ্বা স্বত্যেও অভিযোকারী কোন সুফল পাননি বলে জানান।
জবরদখলকারী নেয়ামত শিকদার, ইউপি সদস্য বাসুদেব, রাসেল শিকদার, আহম্মদ শিকদার, মহব্বত শেখ, হাসেম শিকদার, হেকমত শিকদার সহ ফায়েক শিকদারের বিরোধী সন্ত্রাসী দলবল তার পরিবারকে জমি থেকে উচ্ছেদের জন্য নানা প্রকার হুমকি ধামকি প্রদান করছেন বলে অভিযোগ সমুহে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে ভূক্তভোগী জমির মালিক তার জমি থেকে সরকারী প্রকল্পের ঘরটি অন্যত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তার তপশীল সম্পত্তির পরিচয়ঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধিন ৬১ নং বড়বাড়িয়া মৌজায় এস,এ ১২৮২ নং খতিয়ানে ৫৭৬ দাগের.০৭ একর যাহা ডিপি ১৫৯৫ খতিয়ানে ৭৬৯/৭০ দাগের.০৭ একর নালিশী সম্পত্তির মধ্যে ১৩শতক বলে বাদীর অভিযোগ।