কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ অবস্থিত আদদ্বীন অফিসে ভিশন বাংলাদেশ জেলা চক্ষুসেবা প্রকল্পের আওতায় আদদ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূলে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এ চক্ষুশিবিরে ১১২ জন চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করেন ডাঃ শাহীন। এ চক্ষুশিবিরে ৩৩ জন চোখে ছানী পড়া রোগী বাছাই করে চোখে লেন্স সংযোগন করা হবে বিনামূলে আদদ্বীনের চক্ষু হাসপাতালে বলে জানা গেছে। এ সময় ওই চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন আদদ্বীনের হোসেনাবাদ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আহসান হাবিব, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দৌলততপুর উপজেলা শাখার সেক্রেটারী ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।