আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক এবং দীর্ঘ বিলম্বের পর অবশেষে আশরাফ গনিকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে আশরাফ গনি দ্বিতীয় মেয়াদে আগামী পাঁচ বছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, মোট ভোটের প্রায় ১৫ শতাংশের অডিটের পর খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে আশরাফ গনিকে জয়ী ঘোষণা করেন। রয়টার্স। জয় পেতে দরকার ছিল নূন্যতম ৫০ শতাংশ ভোট। গনি এর সামান্য একটু বেশি ভোটে জিতেছেন। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫ ভোট। তবে, নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করার পর বিরোধীদলীয় রাজনীতিবিদরা এর বিরোধিতা করেছেন। এতে করে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। গনির প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সমর্থকরা গনির অনুকূলে ফল প্রকাশ করার জন্য আফগান নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে এবং সমান্তরাল সরকার গঠনের হুমকি দিয়েছে। আফগানিস্তানে একের পর এক তালেবান হামলা এবং নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে গত ২৮ সেপ্টেম্বরে ভোট হয়।