রাজশাহী পুঠিয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিশাল বিশাল পুকুর খননের হিরিক চলছে। আগামী বর্ষা মৌসুমে উপজেলা জুড়ে শতশত একর ফসলী জমিতে জ¦লাব্ধতা দেখা দেবে। এতে করে,কৃষকের লক্ষ লক্ষ টাকার ফসলের ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
জানা গেছে, গত বছর একটি পরিবেশবাদী সংগঠন হাই কোর্টের একটি বেঞ্জ পুঠিয়া উপজেলাসহ কয়েকটি উপজেলায় ফসলী জমিতে পুকুর খনন না করার জন্য সংশ্ল্ষ্টি প্রশাসনের ওপর একটি রুল জারি করে ছিলেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বছরের শুরু দিক থেকে। উপজেলার কোনো স্থানে নতুন করে পুকুর খনন করতে দেয়নি। সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনধরে শিলমাড়িয়া ইউনিয়নের উদনপুরে আবদুল মালেক, আমঘোষপাড়ায় এরশাদ আলি, নান্দিপাড়ায় শাজাহান, সাধনপুর পুলিশ ফাড়ির পার্শ্বে খোকন রাজনৈতিক প্রভাব খাটিয়ে শতশত একর জমিতে পুকুর খনন করছে। এলাকাবাসীরা বলছে, ফসলী জমিতে স্কেভেটারের মাধ্যমে রাতা-রাতি থানা পুলিশ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর যোগসাজশে পুকুর খননের কাজ হচ্ছে। উদনপুরের ৩৫ একর পুকুরটি খনন করা হচ্ছে। সেই পুকুরটি পুঠিয়া-দূর্গাপুরের এলাকার এক নেতার আত্ময়ীর। উপজেলার ভেতর প্রায় অর্ধশতাধিক ব্যক্তি নতুন ভাবে পুকুর খনন করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে চলেছে। যাদের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি আছে। শুধু তাড়াই পুকুর খনন করছে। অবশ্য প্রতিদিনই,উপজেলা প্রশাসন পুকুর খনন বন্ধ করা জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়ে ঘটনা স্থলে যেতে দেখা যাচ্ছে। কিন্তু পুকুর খননকারীরা রাতের আঁধারে গোপনে খনন কাজ করে ফেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এলাকার এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ীরা বেশী টাকার লোভ দেখায়ে ফসলী জমিতে কয়েকটি স্কেভেটার মাধ্যমে দ্রুতগতিতে পুকুর খনন করতে দেখা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের অভিযোগ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পুকুর খননের কাজ বন্ধ করে দিচ্ছেন। তারপর কয়েক দিন বন্ধ থাকার পর পূর্ণরায় আবার খনন কাজ শুরু হচ্ছে। এলাকারবাসীদের অভিযোগ, উপজেলার কোনো পুকুর খনন দীর্ঘ দিন যাবত ধরে বন্ধ হয়ে থাকছে না। পুকুর খননকারীরা রাজনৈতিক নেতাদের দ্বারায় উপজেলা প্রশাসনকে চাপ দিলে তারা ঢিলেঢালা ভাবে পুকুর খননের ওপর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কয়েকটি পুকুর আবার বিলে বৃষ্টির পানি প্রবাহের স্থলে খনন করার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার বেশীর ভাগ সাধারন কৃষক বিলে পানি বন্দি থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ফসলহানী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেখা গেছে, বেশীর ভাগ খননকৃত পুকুর গুলো ধান চাষের উপযোগী কিংবা বিভিন্ন বিলের নিচু জমি। অনেক স্থানে বর্ষা মৌসুমে বিলের পানি প্রবাহের গতিপদে পুকুরের বাঁধ নির্মাণ করা হয়েছে। পুকুর খননকারীরা প্রথমে কৌঁশলে ফসলী জমিতে এলাকার শ্রমিক দিয়ে পুকুর খননের পাড় বেঁধে নিচ্ছেন। তারপর পুকুর সংস্কার করার নামে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে পুকুর খননের কাজ সম্পন্ন করছে। শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, অবৈধ পুকুর খননের বিষয়টি উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলাবাহিনীর লোকদের আমি নিজ উদ্যোগে কয়েক বার জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান বলেন, উপজেলা প্রশাসন কোনো নতুন কোনো পুকুর খনন করার সংবাদ পাওয়া সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে জেল জরিপনা ব্যবস্থা করে আসছে। আমার জেলা প্রশাসক মহদয় পুকুর খননের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহনের নিদের্শ দিয়ে রেখেছেন।