আগামী ৩০ মার্চ বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৬৩টি ওর্য়াড সম্মেলন সম্পন্ন করার লক্ষে আজ থেকে ওয়ার্ড কমিটির সম্মেলন শুরু করেন। আদমদীঘি সদর ইউনিয়নের মঙ্গলবার ৪ টি ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহেদুজ্জামান সহ ইউনিয়ন ও ওয়ার্ডরে নেতৃবর্গ।র্ সম্মেলনে ৯নং ওয়ার্ডে নজরুল ইসলাম নজু কে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড সম্মেলনে মুক্তিযোদ্ধা আকবর আলী সভাপতি ও মোজাম্মেল হক মোজামকে সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ডে দিলবর শেখ কে সভাপতি ও আবদুল বারিক কে সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে তছলিম উদ্দীন কে সভাপতি ও ইউনুছ আলীকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।