আনোয়ারায় বিগত এক বছরে হাতির আক্রমনে মৃত্যু হয়েছে ছয়জনের। এই হাতির হাত থেকে সুরক্ষার আকুতি জানিয়ে থানায় গত কয় মাসে আবেদন করা হয়েছে অর্ধশত। এরপর প্রতিনিয়ত সচেতনমূলক সভা এবং মানববন্ধনও হচ্ছে। তারপরও হাতির অত্যাচার থেকে রক্ষা নেই। মাত্র তিনটি হাতি ঘুম হারাম করে দিয়েছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার অন্তত ৫০ হাজার মানুষের। কিন্তু বনবিভাগ এতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানায়, কেইপিজেড সংলগ্ন দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো প্রতিদিন গাছপালা ও স্থাপনা ভেঙে ফেলছে। এতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ। এ ছাড়া কেইপিজেডের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও তা-ব চালানোর ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ১৪ফেব্রুয়ারি হাতির তা-বে আহত হন দক্ষিণ বন্দর উচ্চবিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী রিয়াজ ইসলাম। তাঁকে পরীক্ষা চলাকালীন বটতলী পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। তার অবস্থা দেখে অনেকেই চোখের পানি ফেলেছেন।
কেইপিজেডের ২৫ হাজার শ্রমিক, ৫০ হাজার এলাকাবাসী, কয়েকশ বিদেশি, কারোর জীবন এখন নিরাপদ নয়। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, চুনতি অভয়ারণ্য থেকে পথ হারিয়ে বাঁশখালীর পাহাড়ি এলাকা হয়ে তিনটি বন্যহাতি দেয়াং পাহাড়ে ঢুকে পড়ে। অন্তত দুই বছর ধরে এগুলো এখানে ঘোরাফেরা করছে। মাঝখানে কয়েকদিন বাঁশখালীর পাহাড়ি এলাকায় চলে গেলেও আবার ফিরে আসে। পর্যাপ্ত খাদ্য না পাওয়া এবং নিজেদের আবাসস্থলে পৌঁছতে না পারায় হাতিগুলো লোকালয়ে চড়াও হচ্ছে। দিনের বেলায় পাহাড়ে থাকে। রাত নামলেই চলে আসে গ্রামে। এ সময় ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে। হাতির আক্রমণে সর্বশেষ গত ৭ জানুয়ারি প্রাণ হারান আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মোহাম্মদ সোলায়মান (৭০)। এ ছাড়া বিভিন্ন সময়ে মৃত্যু হয়েছে আরো ৫ জনের। ২০১২ সাল থেকে আনোয়ারা-কর্ণফুলীতে মাঝেমধ্যে হাতির দল হানা দিত। আগের ৬ বছরে যে পরিমাণ প্রাণহানি হয়েছে তার দ্বিগুণ ঘটেছে এক বছরে। এ প্রসঙ্গে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, কেইপিজেডের ২৬ হাজার শ্রমিক-কর্মচারী ঝুঁকিতে আছে। গত দেড় বছরে হাতিগুলো কেইপিজেড সবুজ বাগানের ২ হাজার নারকেল গাছসহ নানা প্রজাতির কয়েক হাজার ফলদ-বনজ গাছ নষ্ট করেছে।
এ বিষয়ে ১০টিরও বেশি লিখিত অভিযোগ বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। হাতিগুলো সরিয়ে নিতে কেইপিজেডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার কথা জানানো হলেও বন বিভাগ তা আমলে নিচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তা এএনএম ইয়াছিন নেওয়াজ সাংবাদিকদের বলেন, তিনটি হাতি এখানে ক্ষতি সাধন করছে। এর মধ্যে একটি লেজকাটা হাতি আছে, সেটিই বেশি ভয়ংকর। তাছাড়া হাতি আটকে রাখাও যায় না। যে কারণে সাবধানতা ও সচেতনতার ওপর বেশি জোর দিচ্ছি। প্রাণহানির ঘটনাগুলো ঘটছে ভোরে। ওই সময় একটু দেখেশুনে ঘর থেকে বের হওয়া দরকার। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, রাত জেগে পাহারা বসিয়েও কাজ হচ্ছে না। হাতির পাল জানমালের ক্ষতি করে যাচ্ছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, এ পর্যন্ত হাতির আক্রমণের ঘটনায় অর্ধশতাধিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হচ্ছে। তবে বনবিভাগের পদক্ষেপ ছাড়া বেশি কিছু করা সম্ভব নয়।