নাটোরের সিংড়ায় মেহেরুন খাতুন (১৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ সিংড়ার চলনবিলের প্রত্যন্ত অঞ্চল সোনাপুর গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে নাটোরের আহম্মদপুরে পারিবারিক ভাবে মিলন হোসেন নামের এক যুবকের সাথে মেহেরুন’র বিয়ে হয়। গত রোববার মেহেরুন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে।
বুধবার সকালে ৮ টায় বাড়ির সবার অগোচরে ঘরে ভিতরে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে নিহতের পরিবারের কেউ বলতে পারি নাই।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।