উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা করে গাছ কর্তন করেছেন ভেড়ামারার আবু জাহিদ মুকুল ও তার ভাই আবু নাসের সবুজ নামের দু ব্যাক্তি। বুধবার সকালে বিবাদমান জায়গার উপর থাকা গাছ তারা কাটতে ছিলেন। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সর্তক করে দিয়ে আসে। পরে ওই ব্যাক্তিরা ভেড়ামারা থানা পুলিশের নির্দেশও অমান্য করে পুনরায় গাছ কেটে নেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, ভেড়ামারার নওদাপাড়া এলাকার ১০৬৪ দাগের ৩ পয়েন্ট ২৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসচ্ছিল হুমায়ূন কবীর এবং আবু আরিফ রিবু, তার ভাই আবু জাহিদ মুকুল’র সাথে। এ বিষয়ে উচ্চ আদালতে মামলাও রয়েছে। মামলা নং ৫২/২০০০। পরে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। হাই কোর্টের আপীল নং ৩০৯০/২০১৮। আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করেই কয়েক দিন ধওে জমি দখলের পাঁয়তারা করছিলেন আবু আরিফ রিবু, তার ভাই আবু জাহিদ মুকুল। তারা গাছ কাটার লোকজন ও ঘর নির্মান শ্রমিক নিয়ে মামলাধীন জমিতে মাপজোখ করছিলেন। এ অবস্থায় জমির মালিক হুমায়ন কবীর ১৮ ফেব্রুয়ারী ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন জিডি করেন। যার নং যার নং ১০৩৮। গতকাল ওই জমি দখলে নেওয়ার লক্ষ্যে গাছ কাটা শুরু করেছিলেন প্রতিপক্ষ আব জাহিদ মুকুল এবং তার ছেলে পাপপু। এ সংবাদ ভেড়ামারা থানায় পৌছালে থানার চৌকষ পুলিশ কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থলে পৌছে, গাছ কাটা সহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তীতে দু পক্ষকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় বৈঠকে আসার সময় দিয়ে আসেন। কিন্তু থানা পুলিশের ওই নির্দেশকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় গাছ কাটে নেন। থানা পুলিশের নির্দেশ অমান্য করে গাছ কেটে স্বাভাবিক কার্যক্রম চালানোর ঘটনায় বিষ্ময় প্রকাশ করেন স্বানীয়রা। দুপুরে পুলিশ আবারও ঘটনাস্থলে এসে জমি দখলের পায়তারা রুখে দেয়।