পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ডাকাতির প্রস্ততির সময় স্থানীয় এলাকাবাসী দেশী অস্ত্র সহ ৩ জন ডাকাতকে আটক করে বোদা থানায় সোর্পদ করেছে। এ সময় আরো ৩/৪ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে বোদা পৌরশহরের সিপাইপাড়া জামে মসজিদ সংলগ্ন আলামিনের দোকানের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে তালা দুই টুকুরো করে। ডাকাতি প্রস্ততির সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। আটককৃতরা হলো পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার শালবাহান বোয়ালমারী এলাকার বিকাশ বর্মনের প্ুত্র উদয় বর্মন (২২), মাথাফাটা এলাকার শফিকুল ইসলামের পুত্র সাদিকুল হোসেন (২০), আজিজনগর এলাকার নুরুল ইসলামের পুত্র নাহিদ হোসেন (১৯)। এ ব্যাপারে বোদা থানার কর্মকর্তা ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান একটি মাইক্রোবাস সহ ৩ জন ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান এদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।