বগুড়ার শিবগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার ও সিএনজি চালক সহ ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে -১০জন।
ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার বগুড়া জয়পুর হাট সড়কের কিচক এলাকায়। অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার রায়নগর এলাকার আমজাদ হোসেনের ছেলে বাস হেলপার শহিদুল ইসলাম (৪৭) ও অন্যজন পাটখুর এলাকার মৃত হাফেজ ফকিরের ছেলে অটো রিক্সা চালক দিলবর রহমান ফকির (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী আধুনিকী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের কিঁচক বন্দর ও বলরামপুর এলাকার মধ্য একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক দিলবর ও বাসের হেলপার শহিদুল ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নীচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
শিবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক ) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন