বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাবেক নৌ পরিবহন সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের করা শতকোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম অটোরিকশা- অটোটেম্পো শ্রমিক ইউরিনয়নের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির লাইন সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, আজ সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মানের সভাপতিত্বে সহ-সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন। এতে সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমাদের অভিভাবক সংগঠন। সেই সংগঠনের কার্যকরী সভাপতির বিরুদ্ধে যে মানহানির মিথ্যা মামলা করা হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমরা মনে করি। আজকে তিনি শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের ক্ষেত্রে সংশোধন দাবী করেছেন বিধায় উনার বিরুদ্ধে অহেতুক মিথ্যা মানহানী মামলা করেছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান। সভায় চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা আশাকরি আপনার অতিদ্রুত শুভবুদ্ধির উদয় হবে।
আপনি নিজেই অতিসত্বর এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিবেন। অন্যথায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে ইনশাআল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. কামাল ভা-ারী, ওমেন কলেজ উপ কমিটির সভাপতি মো. হাসান মোল্লা, কাপ্তাই রাস্তার মাথা শাখার সাধারণ সম্পাদক মো. হোসেন, বাস টার্মিনাল উপ কমিটির নেতা মো. ইউছুপ, চান্দগাঁ থানার নেতা মো. আবুদল হক, কাতালগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দীন ও মো. লোকমান প্রমুখ।