চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী ২৯ মার্চ চসিকের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচন। ওই নির্বাচনে যে কেউ জয়ী হতে পারেন। আবার নাও হতে পারেন। কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। জনপ্রতিনিধির কাজ মানুষকে সেবাদান করা। ক্ষমতায় না থাকলেও বিপদে-আপদে মানুষের পাশে থাকতে হবে। এটাই জনপ্রতিনিধিদের কাজ করার মোক্ষম সময়। বাসা-বাড়িতে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠছে। শুষ্ক মৌসুম মশা বিস্তারের উপযুক্ত সময়। এজন্য নগরবাসীকে মশার অত্যাচার থেকে রক্ষা করতে চসিককে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। আর্থিক অনটনের কথা বলে নগরবাসীর অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের ৫৫তম সাধারণ সভা মঙ্গলবার দুপুরে থিয়েটার ইনস্টিটিউট হলে সম্পন্ন হয়। এ সময় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র নাছির আরো বলেন, বর্তমানে চসিকের আর্থিক ক্ষমতা অত্যন্ত সীমিত। বলতে গেলে আয়-ব্যয় প্রায়ই সমান। এই পরিস্থিতিতে মশার প্রজনন এবং উড়ন্ত মশা ধ্বংস করার জন্য ঔষুধ ও যন্ত্রপাতি ক্রয় ব্যতীত চসিকের সামনে কোনো পথ খোলা নেই। এ সময় জরুরি ভিত্তিতে এডালটিসাইড ও লার্ভিসাইড ওষুধসহ যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২০ কোটি টাকার আর্থিক সহযোগিতা চেয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মন্ত্রণালয়ে পত্র দেয়ার পরামর্শ দেন তিনি।
সভায় মুজিববর্ষ উপলক্ষে ১০০ সড়কে সৌন্দর্যবর্ধন, চসিক এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও জিআইএস ডাটাবেজ ছাড়াও চসিক পরিচালিত হাসপাতাল, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় অগ্নিনির্বাপক সরঞ্জাম স্থাপন, প্রতিবন্ধীদের চলাচল উপযোগী ফুটপাত ও অবকাঠামো নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়-য়া ও মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন চসিক সচিব আবু শাহেদ চৌধুরী।