কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১ টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো এর শুভ উদ্বোধন করেন। ওই বিদ্যালয় থেকে ২৯০ জন শিক্ষার্থী মিড-ডে মিল গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ হোসেন,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম জাকির হোসেন,জাউনিয়ার চর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু,জাউনিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক নুরুজ্জামান লুলু,জাউনিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা জামান রুনা সহ আরডিআরএস কর্মকর্তা বৃন্দ।উল্লেখ্য চর রাজিবপুর উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে মিড-ডে মিল চালু করার লক্ষ্যে গত ডিসেম্বর/১৯ইং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। তারই ধারা বাহিকতায় চর রাজিবপুর উপজেলায় প্রথম ধাপে ৮টি বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর অনুমতির জন্য বরাদ্ধ পাওয়া গেছে। ইতোমধ্যে মিড-ডে মিল অনুমোদিত ২৫টি বিদ্যালয়ে রান্নাঘর নির্মানসহ পাচক নিয়োগের ব্যবস্থা চলছে। বিশ্ব খাদ্য কর্মসুচীর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ চর রাজিবপুর উপজেলা শাখা ওই মিড-ডে মিল বাস্তবায়নে সহযোগিতা করবে।