গাজীপুরের কালিয়াকৈরে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিনাবহ সরকার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম (৩৪) কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার আক্কাছ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, রফিকুল ইসলাম একটি মারামারি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তিনি অস্ত্র নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিনাবহ সরকারপাড়া অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান ওই এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, রফিকুল ইসলাম একজন ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।