রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত ফাড়ীর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ আহাদ আলীর বিরুদ্ধে রাতের আঁধারে এক নারীকে শ্লীনতাহানির অভিযোগ উঠেছে। এলাকাবাসী তা জানতে পেরে ধাওয়া দিলে পেলে যেতে সক্ষম হয়। এলাকাবাসীর অভিযোগ বিজিবির এই কর্মকর্তার অত্যচারে আমরা ঠিকমত ব্যবসা দোকানপাট খুলতে পারি না। যখন তখন এসে জ¦ালাতন ও ভয়ভীতি দেখাতে থাকে। সন্ধ্যার পর দোকান পাট খোলা রাখলে এসে তাদের সাথে খারাপ আচরণ করে।
জানাযায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত পৌনে ১০ টার দিকে গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আহাদ আলী গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের জনৈক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর বাড়ীতে ঢুকে শ্লীনতাহানির চেষ্টা করে। তার চিৎকারে পাশের বাড়ী নিজের যা আইরিন খাতুন (স্বামীর ভায়ের বৌ) দ্রুত তার বাড়ী গেলে ওই বিজিবি কর্মকর্তা ঘর হতে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্ঠা করে। আইরিন খাতুন বিজিবি কর্মকর্তার জামা টেনে ধরতে গেলে টেনে হিঁচড়ে দৌড়ে পালাতে চেষ্ঠা করে। তাদের চেঁচামেচিতে এলাকাবাসী জানতে পেরে পেছন পেছন ধাওয়া দেয়। এই সময় বিজিবির অপর তিন সদস্যরা তাকে বাঁচানোর চেষ্টা করে। এলাকাবাসী বেশী ক্ষিপ্ত হলে তারা বন্ধুকের গুলি চালাবে বলে উত্তেজিত জনতাকে ভয় দেখালে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বিজিবি সদস্যরা অস্ত্রে সজ্জিত হয়ে সেই বাড়ী ঘেরাওয়ের চেষ্টা করে বলে এলাকাবাসী জানান। তবে বিজিবি পরে তাদের ফাঁসিয়ে দিতে পারে বলে ওই এলাকায় অবস্থা থমথমে বিরাজ ও আতঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী তাদের হয়রানীর কথা নানান ভাবে জানান সাংবাদিকদের।
ভূক্তভোগীর বাড়ী হতে এলাকাবাসী বিজিবি কর্মকর্তার পোষাকের মাথার টুপি পেয়েছে। আর সেই কর্মকর্তাকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে হাতে এসেছে।
গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু জানান, বিজিবি কর্মকর্তা আহাদ আলী মেয়েটিকে শ্লীনতা হানির চেষ্টা করেছেন উদ্ধারকৃত বিজিবির টুপি তার বড় প্রমাণ। এছাড়াও এই এলাকায় তার মেয়েদের প্রতি লালসা আছে। যখন তখন যার তার বাড়ীতে ঢুকে পড়ে এবং এলাকার লোকজনকে অহেতুত হয়রানি করে। তিনি আরো জানান, ১৫-১৮ দিন আগে বিজিবি চাঁপাই নবাবগঞ্জ ব্যাটেলিয়ানের সিও কে আমি বিষয়টি জানিয়েছি কোন প্রতিকার পাইনি আজ অন্য ঘটনা ঘটে গেলো। তিনি অভিযোগ করেন এই ঘটনায় গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম কে অবগত করলে আসছি বলে দেরী করছিলো। আমি ৯৯৯ ফোন দিলে পরে পুলিশ ঘটনা স্থলে এসে কথা বলে।
অভিযুক্ত বিজিবি কর্মকর্তা বলেন, ওই বাড়ীতে হেরোইন দেলদেন হবে এমন খবর পেয়ে যায় তবে আমি কারো সাথে শ্লীনতাহানির চেষ্টা করিনি।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খায়রুল ইসলাম বলেন, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, ঘটনা শুনেছি এটি পরিকল্পিত হতে পারে। তবে ভূক্তভোগী ও এলাকাবাসী আমাকে প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান।