বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার এলাকার শিশুরা মক্তব পড়তে যাওয়ার সময় নোয়াবাড়ীর পোল নামক স্হানে খালের পাশে একটি লাশ দেখতে পায়।পুলিশে খবর দিলে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে একটি ছেলে নবজাতক এর লাশ উদ্ধার করে।এই বিষয়ে ওসি হারুনুর রশিদ এর সাথে কথা বললে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দয়ের করা হয়েছে, অপরাধীদের ধরার চেষ্টা চলছে।