“কৃষিই সমৃদ্ধি”এই শ্লোগানকে সামনে রেখে রাজস্ব খাতের অর্থায়নে ২৯১৯-২০ অর্থবছরে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারনে স্থাপিত প্রদর্শনী প্লট বারি সরিষা ১৪ উচ্চ ফলন বাড়ানোর জন্য ১৮ফেব্রুয়ারী বিকালে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ঘোজের বট তলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি পিপিআই মনিরুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম, ন্যাশনাল সার্ভিসের সদস্য সাইফুজ্জামান, আবদুল কাইম, সফল কৃষক মোঃ নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ সরদার, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর ব্লকের এসএএও আলী আজগর।