কালিগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার হয়েছে। তারা হলেন উপজেলার তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মৃত আহসান গাজীর ছেলে মোহাম্মদ সালাহউদ্দিন, ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের বাবর আলীর ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে আব্দুল গফ্ফার, নলতা ইউনিয়নের পশ্চিম নলতা গ্রামের সবুর আলী সরদারের ছেলে তরিকুল ইসলাম, রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে রুহুল কুদ্দুস ও মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত শেখ জাকির হোসেনের ছেলে শেখ জহুরুল ইসলাম।
সোমবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।