গাজীপুরের কালীগঞ্জের একমাত্র বীরঙ্গনা আনোয়ারা বেগমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছেন গাজীপুর জেলা প্রশাসক।
উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুলগাঁও এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় খাসজমির ওপর সরকারি অর্থায়নে আড়াই লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাসহ একটি ঘর ও টয়লেট নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বীরঙ্গনার জন্য নির্মিত এ ঘর পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে উপকারভোগী বীরঙ্গনা আনোয়ারা বেগমের কাছে তার ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়াসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।