যশোর শহরের দড়াটানা ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক ভ্যান চালকের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন মঙ্গলবার সকাল আটটার দিকে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওই ভ্যানচালকের পরনে চেক লুঙি, গায়ে আকাশি রঙের ফুলহাতা শার্ট ও গলায় চেক মাফলার ছিল। মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয় লোকজন শহরের দড়াটানা ব্রিজের পাশে একটি ভ্যান ও তার পাশে লোকটি মৃত অবস্থায় পড়ে ছিল। এ সময় কয়েকজন মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশে ভ্যান থাকায় লোকজনের ধারণা, মৃতদেহটি ওই ভ্যান চালকের।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ধারণা করা হচ্ছে, লোকটির মৃত্যু দু’ঘণ্টা আগে হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএমএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই কাজ শুরু করেছে। পিবিআইয়ের একটি টিম মর্গে পাঠানো হয়েছে।