যশোরে তুচ্ছ ঘটনায় সূর্য্য কুমার দাস (৪৮) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দাসপাড়ায় এ ঘটনাটি ঘটে। সূর্য্য দাস একই এলাকার পাঞ্চা দাসের ছেলে। তার অভিযোগ, একই এলাকার শম্ভু দাস ও শ্যামল দাস তাকে ছুরি মেরেছে।
আহতের ভাই প্রকাশ দাস অভিযোগ করে বলেন, সোমবার রাতে আমাদের বাড়ির ছেলেমেয়েদের সাথে প্রতিবেশী প্যাঁচা দাশের বাড়ির ছেলেমেয়েদের গুগোল হয়। এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে প্যাঁচা দাসের ছেলে শম্ভু ও বেরি দাশের ছেলে শ্যামল আমার ভাই সূর্য্যর পেটে ছুরি মারে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুহানুর রহমান বলেন, সূর্য্য দাসের পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতটা বেশ গভীর। তার অবস্থা আশঙ্কাজনক।